Breaking News
Home > এক্সক্লুসিভ > মা আমি মুসলিম হয়ে গেছি: ‘আমি আজ সত্যর পথে’ মা তুমি আমাকে ক্ষমা করো ।

মা আমি মুসলিম হয়ে গেছি: ‘আমি আজ সত্যর পথে’ মা তুমি আমাকে ক্ষমা করো ।

সফেদ পাঞ্জাবি নতুন লুঙ্গি পড়ে দাদিকে যে সব মধ্যবয়স্ক পুরুষ কদমবুচি করতে আসতেন তাদের মধ্যে একজন ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি আসতেন দুতি আর গোলকাটা পাঞ্জাবি পড়ে। দাদিকে কদমবুচি করে বুকের মধ্যে মুখগুজে কাঁধতেন প্রায় আধঘন্টা। তারপর খেয়েদেয়ে ঘর ছাড়তেন।

অনেক পরে জানলাম সেই ভদ্রলোকের ইতিহাস। তাঁর নাম সুবল শীল। পাশের হিন্দু পাড়ার অনিল শীলের পুত্র। সুবল কাকার জন্মের তিন মাসের মাথায় তার মাত্রি বিয়োগ হয়। সেময় আমার দাদির দ্বিতীয় পুত্র, জন্মের মাত্র চল্লিশ দিনের মাথায় মৃত্যু হয়।দাদি পুত্র শোক ভুলেছে সুবল কাকাকে বুকের দুধ পান করিয়ে। আমার দাদি অসম্ভব ধর্মীক ছিলেন।

 

তার ধর্ম বিশ্বাস একজন বিধর্মীকে পুত্র হিসেবে বুকে তুলে নিতে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।সে আজ ইসলাম ধর্ম গ্রহন করেছে. তার মা ভানু রায় এর সাথে দেখা করতে আসছে (আলহামদুলিল্লাহ্)| তার বর্তমান নাম আব্দুল্লাহর ,, মা তাকে জরিয়ে ধরে অনেক কান্না করে । সে তার মা কে বলে মা আমি আজ সত্য এর পথে ,,তুমি আমাকে ক্ষমা করো ।

যেই বাঙ্গালী মা’য়ের সন্তানরাই স্রেফ ধর্ম পরিচয়ের কারণে দলে দলে দেশ ত্যাগ করছে।এই দায়ভার অবশ্যই এদেশের বৈষম্যমূলক রাষ্ট্রনীতিকেই বহন করতে হবে।

ভিডিও টি দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

Check Also

দেখুন কবর খুড়ে কাফন চুরির সময় হটাৎ যা ঘটল ! অল্লাহ্ আমাদের রক্ষা করুন ! (ভিডিওসহ)

দেখুন কবর খুড়ে কাফন চুরির সময় হটাৎ যা ঘটল ! অল্লাহ্ আমাদের রক্ষা করুন ! …

[X]